বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আ.লীগের মিছিল
বর্তমান সরকারের পেশ করা ২০১৭-১৮ সালের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ।
শনিবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ¦ মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ¦ মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
আনন্দ মিছিল ও পথসভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জেলা আওয়ামী লীগের সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে ২০১৭-১৮ সালের বাজেট জনবান্ধব, শিক্ষা বান্ধব, উন্নয়নমুখী বাজেট। সারা দেশের মানুষ এ বাজেটকে স্বাগত জানিয়েছে। জনবিচ্ছিন্ন বিএনপি এ উন্নয়নমুখী বাজেটকে নিয়ে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ বাজেটের জন্য দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে তারা আশাবাদ ব্যক্ত করেন।
(ঢাকাটাইমস/০৩জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন