অভয়নগরে ৫০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ
যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজার থেকে ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যা ৬টায় এই আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মৎস ব্যবসায়ীর সহযোগী মোখলেসুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সেই সাথে ব্যবসায়ীদের সচেতন করার জন্য কার্যকর ব্যবস্থাও নেয়া হবে।
(ঢাকাটাইমস/৪জুন/এলএ)
মন্তব্য করুন