শীলতক্ষ্যা থেকে যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার মাঝিনা নদীরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবজেল জানান, ১২টার দিকে মাঝিনা নদীরপাড় এলাকার শীতলক্ষ্যা নদীতে এক যুবকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে রেখে গেছে বলে ধারণা পুলিশের।
গত শুক্রবার সকালে আশুলিপাড়া ও শনিবার সকালে কাঞ্চন এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এ নিয়ে গত দুই দিনে মোট তিন যুবকের মরদেহ উদ্ধার করা হলো।
ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন