না.গঞ্জে চিহ্নিত ‘সন্ত্রাসী’ বল্টু আমজাদ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর থানার শীর্ষ ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত বল্টু আমজাদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার সকাল এগারোটায় দেউলী বটতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘সন্ত্রাসী আমজাদ হোসেন এলাহী বল্টু আমজাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র রাখার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে বারোটি মামলা রয়েছে। তাকে রবিবার সকালে দেউলী বটতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া আমজাদ বন্দর থানার সন্ত্রাসী তালিকার ছয় নাম্বার আসামি। দেউলী বটতলা এলাকার এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে বল্টু আমজাদ। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বল্টু আমজাদকে ধরে ডিবি পুলিশে খবর দেয়। ডিবি পুলিশ এসে তাকে আটক করে বন্দর থানায় সোপর্দ করে। ধর্ষণ চেষ্টার ঘটনায় ঐ তরুণী বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/০৪জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন