গলায় জামের আঁটি আটকে শিশুর মৃত্যু
বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ১৯:৫৩
বগুড়ার ধুনটে জামের আঁটি গলায় আটকে গিয়ে রুবাইয়া খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু জয়শিং গ্রামের আসাদুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর পিতা আসাদুল ইসলাম জানান, সকালে রুবাইয়া খাতুন বাড়ির পাশেই অন্য শিশুদের সাথে জাম খাচ্ছিল। এসময় অসাবধানতাবসত জামের আাঁটি শিশু রুবাইয়ার গলায় আটকে যায়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/৮জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন