শাহজাহানপুরে যুবকের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
রাজধানীর শাহজাহানপুর থানার পাবনা গলিতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এসেছেন যে ব্যক্তি, তার দাবি জিন্নাত আলী (২৪) নামের এই যুবক একটি চারতলা ভবন থেকে পড়ে গেছেন।
আজ রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক বাবুল মিয়া এ তথ্য জানান।
বাবুল মিয়া বলেন, আজ বিকাল চারটার দিকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন শাহ আলম নামের একজন। পরে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পরে শাহ আলমকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহজাহানপুরের পাবনা গলির একটি চারতলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তার নাম জিন্নাত আলী। তিনি মুন্সীগঞ্জের একটি কোল্ড স্টোরে চাকরি করেন। তার বাবার নাম আবু সিদ্দিক। গ্রামের বাড়ি ময়মনসিংহে।
বাবুর মিয়া আরো জানান, শাহ আলমকে পুলিশ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
শাহজাহানপুর থানায় যোগাযোগ করলে উপপরিদর্শক তানভীর ঢাকাটাইমসকে জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারবেন।
(ঢাকাটাইমস/১১জুন/এএ/মোআ)
মন্তব্য করুন