উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ উঠেছে কলেজটির ইসি মেম্বার প্রকৌশলী সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে। গত রবিবার সিদ্দিকুল্লাহ ও হাসপাতালটিতে কর্মরত কয়েকজন কর্মচারী মিলে হাসপাতাল দখল করে সেখানে মিটিং করার চেষ্টা করেছেন বলে অভিযোগ কলেজটির ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মহিদুজ্জামান টনি।
গণমাধ্যমে অধ্যাপক ডা. মহিদুজ্জামান টনি জানান, গত রবিবার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রকৌশলী সিদ্দিকুল্লাহ নামের একজন ই সি মেম্বার তার অনুগত একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে এই হাসপাতাল দখল করে এখানে মিটিং করতে চায়। এছাড়া প্রকৌশলী সিদ্দিকুল্লাহ ও সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নী ও সাবেক প্রধানমন্ত্রীর অফিসের স্পেশাল সহকারী সেলিমাসহ হাসপাতালে কর্মরত কয়েকজন স্টাফ রবিবার সকাল হতেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাসপাতালের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
পরে কলেজের ছাত্র-ছাত্রী, চিকিৎসক ও রোগীদের নিরাপত্তার কথা চিন্তা করে কলেজ ও হাসপাতাল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়। এক পর্যায়ে পুলিশ আসলে তারা পুলিশের সামনেই বেপরোয়া আচরণের চেষ্টা করে, পরবর্তীতে পুলিশের বাধার মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।
তিনি আরও জানান, পুলিশ মিটিং করতে আসা ইসি সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের হাসপাতাল হতে বের হতে সাহায্য করেন এবং এই অবৈধ মিটিং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থানরত সাধারণ শিক্ষক, চিকিৎসক, ছাত্র ও স্টাফদের আশ্বস্ত করেন।
এ বিষয় জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান বলেন, একটি সভাকে কেন্দ্র করে রবিবার মেডিকেলটিতে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ গিয়ে স্বাভাবিক করে। পরবর্তীতে সেখানকার দুটি পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। সেটি নিয়ে আমরা তদন্ত করছি।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএম)
মন্তব্য করুন