রাজৈর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার
মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জমির উদ্দিন খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজৈর থানায় হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।
সোমবার রাতে রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে জমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি জানান, রাজৈর থানার ২৪ নং মামলার এজাহারনামীয় আসামি জমির উদ্দীন খানকে মগবাজারের ডাক্তার গলির ১৩৭ নং বাড়ি থেকে সোমবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে ডিবির উত্তরা বিভাগের একটি দল গ্রেপ্তার করেছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এলএম/এজে)
মন্তব্য করুন