মেহেরপুরে সন্ত্রাসীদের দুপক্ষে গোলাগুলিতে নিহত ১

মাহাবুব আলম, মেহেরপুর প্রতিনিধি
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১১:০২
অ- অ+

মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী এলাকায় সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। রবিবার রাত সোয়া দুইটার দিকে মোনাখালী গ্রামের কোমরগর্ত নামক মাঠে এ ঘটনা ঘটে।

মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব বলেন, নিহত ব্যক্তি যতারপুর গ্রামের সন্ত্রাসী মজিবুল হক মজি বলে ধারণা করছেন এলাকাবাসী। ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, দুটি কার্তুজ খোসা, চারটি তাজা কার্তুজ, তিনটি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আহসান হাবীব জানান, রাত সোয়া দুইটার দিকে মোনাখালী কোমরগর্ত মাঠের একটি বটগাছের আশেপাশে দুদল সন্ত্রাসীদের মাঝে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশের তিনটি দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকার মানুষের সহায়তায় ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

মজির নামে সদর ও মুজিনগর থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা তিনটি, ডাকাতি ও হত্যা চারটি, তিনটি বিষ্ফোরক দ্রব্য আইনে।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, ভৈরবে পথসভায় জিলানী
বর্ণাঢ্য আয়োজনে ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত
খুনিকে আশ্রয় দিয়ে মানবতার কথা বলতে লজ্জা হয় না, ভারতকে প্রশ্ন ফারুকের
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা