জনপ্রশাসন সংস্কার তিন মাসের মধ্যে সম্ভব নয়: আব্দুল মুয়ীদ চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:০২
অ- অ+

জনপ্রশাসন সংস্কার তিন মাসের মধ্যে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।

বুধবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। এসময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, প্রশাসনের কর্মতাদের জনসেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনপ্রশাসন সংস্কার আসলে তিন মাসের মধ্যে সম্ভব নয়, তারপরও সরকার যে নির্দেশনা দিয়েছে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, রাজনীবিদরা প্রশাসনকে ব্যবহার করে ঠিকই, তবে সেটা সমাজপ্রতিরা ব্যবহার করতে সহায়তা করেন। আমরা যদি ভালো লোককে ভোট দিয়ে জয়ী করতে পারি তাহলে সব কিছু ঠিক হবে। ভালো নির্বাচন করতে হলে ভোটারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলছে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান বলেন, ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলছে। আমাদের দেশে যতটা না ঘটছে তার থেকে অনেক বেশি প্রচার করছে। এটা কোনো বন্ধু দেশের কাছে প্রত্যাশিত নয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে ও আহত হয়েছে তাদের স্মরণ করতে এবং সহায়তা করতে নানা মুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হবে বলে সভায় জানান তিনি।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ড. মোকলেস উর রহমান, সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, সদস্য সৈয়দা শাহিনা সোবহান, ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
মানবিক করিডোর দেশের জন্য অমানবিক হতে পারে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা