ফরিদপুরে দলবেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০১৭, ১৩:১৯
অ- অ+

ফরিদপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক।

ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে বেলা সাড়ে ১১টাকায় এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্ট-এর কোওয়াডিনেটর অ্যাড. শিপ্রা গোস্মামী, এজাগের নির্বাহী পরিচালক নাজমা আক্তার, আস্থা প্রতিবন্ধী সংস্থার মিনি আক্তার, সাংবাদিক জগদিশ চন্দ্র ঘোষ, সনাকের মুজিবুর রহমান, ব্র্যাকের মো. জাহাঙ্গীর আলম, পিন্টু মণ্ডল প্রমুখ।

প্রসঙ্গত, ফরিদপুর শহরের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রীকে গত শনিবার রাতে স্থানীয় অপু নামে এক যুবক মেয়েটির সাথে প্রেমের অভিনয় করে আলীপুর রেল লাইনের পাশে নিয়ে আরো ৭-৮ জন বন্ধু মিলে নির্যাতন করে। পরে সে বেশি অসুস্থ হয়ে পরলে মধ্যরাতে তারা বাসায় রেখে পালিয়ে যায়। মারাত্মক অসুস্থ এই মেয়েকে তার মা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা পরে তাকে ফরিদপুর ট্রমা সেন্টারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এখনো সেখানেই তার চিকিৎসা চলছে।

এই ঘটনায় সোমবার রাতে মেয়েটির মা সবুজ, সাব্বির, লিখন, উজ্জ্বলসহ স্থানীয় ১১ জনকে আসাসি করে মামলা করেন।

(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথা-নগরকান্দায় রাস্তাবিহীন তিন সেতু নির্মাণ, জনদুর্ভোগ চরমে
কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
ঠাঁকুরগাঁওয়ে সুদের কারবারি সাঈদের কাছে জিম্মি কয়েক গ্রামের শতাধিক পরিবার
টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে অনন্য কীর্তি সাউদির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা