সিমের তথ্য অপারেটরদের থেকে যাচ্ছে বিটিআরসিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০১৭, ১৩:৪২| আপডেট : ১৪ জুন ২০১৭, ১৯:৫৫
অ- অ+

সকল মোবাইল অপারেটরদের যুক্ত করে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম চালু করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ফলে সকল মোবাইল অপারেটরদের বায়োমেট্রিক সিম নিবন্ধনের তথ্য কেন্দ্রীয়ভাবে বিটিআরসির কাছে সংরক্ষিত থাকবে। এখন পর্যন্ত এই তথ্য অপারেটরের কাছে সংরক্ষিত আছে।

নতুন এই প্ল্যাট ফর্ম কার্যক্রমের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রক্রিয়াটি শুক্রবার থেকে কার্যকর হবে। ডাটা আপডেট করার জন্য কোথাও কোথাও শুক্রবার সিম বিক্রিতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। ডাটা আপডেট করার পর শুক্রবার বিকাল থেকে এটি অনলাইন হয়ে যাবে।’

এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার জুমার নামাজ পর্যন্ত সিম বিক্রিতে সমস্যা হবে। কিছুটা বাধাগ্রস্ত হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রক্রিয়ায় বায়োমেট্রিক ভেরিফিকেশন এর মাধ্যমে যে কোন অপারেটরের সিম কিনতে চাইলে অপারেটরের সেই তথ্য যাবে বিটিআরসির সেন্ট্রাল মনিটরিং সিস্টেমে। এরপর সিস্টেম জাতীয় পরিচয়পত্র এর সাথে তথ্য যাচাই করে দেখবে উক্ত গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম আছে। এরপর বিটিআরসির সিস্টেম থেকে সিমটি রেজিস্ট্রেশন করা যাবে কি না সে তথ্য অপারেটরের কাছে যাবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অপারেটর তথ্যপ্রাপ্তি সাপেক্ষে সিমটি ভেরিফাই ও রেজিস্ট্রেশন করবে। গ্রাহকদের কোনো প্রকার হয়রানি ছাড়াই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ’

২০১৬ সালের মাঝামাঝিতে প্রত্যেক গ্রাহককে তাদের মোবাইল সিম আঙ্গুলের ছাপসহ নিবন্ধন করতে হয়েছে। এর ফলে বেনামি সিম ব্যবহারের প্রবণতা বন্ধ হয়েছে আর সিম ব্যবহার করে অপরাধের প্রবণতা কমে এসেছে অনেকটাই।

তারানা হালিম জানান, ‘মাত্র পাঁচ মাসের মধ্যে বায়োমেট্রিক ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা বলেছিলাম এই পদ্ধতিটিকে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় নিশ্ছিদ্র করতে চাই। এরই ধারাবাহিকতায় আজ নতুন একটি ধাপ আমরা যুক্ত করতে পেরেছি।’

প্রতিমন্ত্রী জানান, নতুন এই সিস্টেমে একটি প্যারালাল ডাটাবেইজ বিটিআরসিতে কেন্দ্রীয়ভাবে রাখা হচ্ছে যাতে সব অপারেটররা যুক্ত থাকছে। এতে বায়োমেট্রিক ভেরিফাইডসিম এর ডাটাবেইজ বিটিআরসিতে ইতিমধ্যে অপারেটররা পাঠিয়েছেন। ৩০ মে পর্যন্ত ডাটাবেইজ সিস্টেমে লোড করা আছে।

(ঢাকাটাইমস/১৪জুন/এমএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান, আটক ২৫
বিজয় দিবসকে ঘিরে সারা দেশে র‌্যাবের ব্যাপক নিরাপত্তা বলয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা