ফেসবুকে ছবি পোস্ট নিয়ে কিশোর খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ০৮:৫২| আপডেট : ১৫ জুন ২০১৭, ১১:০৪
অ- অ+

ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করাকে কেন্দ্র করে যুবকের হাতে কিশোর নিহত হয়েছে। শহরের পৈরতলার সোহাগ কাউন্টারের পেছনে বুধবার রাতে একদল যুবকের উপর্যপুরি ছুরিকাঘাতে রাতুল (১৫) নামক এই কিশোর মারা যায়। সে সময় যুবকের ছুরিকাঘাতে সাইফুল নামে অন্য এক কিশোর গুরুতর আহত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের পৈরতলায় সোহাগ কাউন্টারের পেছনে সজিব ও তার বন্ধুর ছুরির আঘাতে রাতুল নিহত হয়। এতে আরেক কিশোর সাইফুল গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ওসি আরও জানান, সজিবের স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টসংক্রান্ত ব্যাপারে এ হত্যার ঘটনা ঘটে। সজিব ও তার সহযোগীদের ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত ও আহতের বাড়ি পৈরতলায় আর সজিবের বাড়ি কান্দিপাড়া বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৫জুন/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
প্লাস্টিকের বস্তায় লুকানো ছিল দোনলা পাইপগান
একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
সিরিয়ায় বাশারের বাবা হাফিজের কবরে আগুন দিলো বিদ্রোহীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা