সাইনবোর্ডে বাস খাদে, শিশুসহ নিহত ২
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একুশে পরিবহনের একটি বাস খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার পার্শ্ববর্তী সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইনুল ইসলাম পান্থ ও পপি আক্তার।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই নূরজাহান আক্তার জানান, সকালে ঢাকা-নারায়ণগঞ্জে চলাচলকারী একুশে পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ছাড়া কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
(ঢাকাটাইমস/১৬জুন/জেডএ)
মন্তব্য করুন