সড়ক নিয়ে সংঘর্ষে নিহত ২

ব্যুরো প্রধান,ময়মনসিংহ
  প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ১৬:০১
অ- অ+

ময়মনসিংহে বাড়ি সংলগ্ন যাতায়াতের সড়ক নিয়ে বিবাদে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাত সাতজন। শুক্রবার দুপুরে সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকায় এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- সাথিয়া বেগম ও দেলোয়ার হোসেন। একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বাড়ি সংলগ্ন এলাকার সড়ক নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।এরই ধারাবাহিকতায় সংঘর্ষেও ঘটে।

লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬জুন/এমডি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথা-নগরকান্দায় রাস্তাবিহীন তিন সেতু নির্মাণ, জনদুর্ভোগ চরমে
কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
ঠাঁকুরগাঁওয়ে সুদের কারবারি সাঈদের কাছে জিম্মি কয়েক গ্রামের শতাধিক পরিবার
টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে অনন্য কীর্তি সাউদির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা