মহাসড়কে বস্তার ভেতর জীবিত ইউপি সদস্য
গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় সড়কের পাশে বস্তার ভেতর থেকে বদিউল আলম ভূইয়া (৬২) নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ৪নং সরারচর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।
শনিবার সকালে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বদিউল আলম ওই ইউপির গোবিন্দপুর গ্রামের ইলিয়াস ভূইয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে রাখা একটি বস্তার ভেতর থেকে গোঙানির শব্দ পেয়ে স্থানীয়রা কাছে গিয়ে এক ব্যক্তিকে দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে বদিউল আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বদিউল আলম ভূইয়া জানিয়েছেন, তিনি বিদেশে লোক পাঠানো সংক্রান্ত বিষয়ে ঢাকার এক লোকের কাছে টাকা পান। শুক্রবার তিনি পাওনা টাকা আনতে ঢাকায় যান এবং ওই ব্যক্তির সঙ্গে ইফতার করেন। এরপর আর কিছু বলতে পারেন না।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার ইউপি সদস্যকে তার ছেলে জাহাঙ্গীর আলমের জিম্মায় দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন