এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ী সংগঠন ইসিএস কম্পিউটার সমিতির সাফল্য কামনা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য শনিবার ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মাল্টিপ্ল্যান সিটির দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসানসহ সংগঠনটির অন্যান্য নেতাও ব্যবসায়ীরা।
তৌফিক এহেসান বলেন, ‘পারস্পরিক সহযোগিতার কারণে এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি দ্রুত উন্নতি করেছে। এভাবে সবসময় সকলের সহযোগিতা পেলে ইসিএস আরো এগিয়ে যাবে এবং এই সমিতি এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ীদের উন্নতিতে ভূমিকা রাখবে।
এসময় নিজ নিজ স্থান থেকে সকল ব্যবসায়ীদের সহযেগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
ইফতার মাহফিলে ছয় শতাধিক কম্পিউটার ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৭জুন/এআই/এজেড)
মন্তব্য করুন