৫৪ রানে পাঁচ উইকেট নেই ভারতের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ২০:৪৯| আপডেট : ১৮ জুন ২০১৭, ২১:০৭
অ- অ+

ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই রোহিত শর্মাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন মোহাম্মদ আমির। গত ম্যাচে সেঞ্চুরি করা রোহিত শর্মা আজ ফিরলেন ব্যক্তিগত শূন্য রান করে। এরপর ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে শাদব খানের হাতে ক্যাচ বানিয়ে ‘ভয়ঙ্কর’ বিরাট কোহলিকে ফিরিয়ে দিলেন আমির। গত ম্যাচে ৯৬ রান করে অপরাজিত থাকা কোহলি আজ ফেরেন মাত্র ৫ রান করে।

এরপর ইনিংসের নবম ওভারের শেষ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন মোহাম্মদ আমির। তারপর ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে যুবরাজ সিংকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাদব খান। ফেরার আগে ৩১ বল খেলে ২২ রান করেন তিনি। এর পরের ওভারেই ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ বানিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ফেরান হাসান আলী। ১৬ বল খেলে চার রান করেন ধোনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৪ রান। এখন ব্যাটিংয়ে আছেন কেদার যাদব ও হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের দেয়া ৩৩৯ রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে ভারত।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে পাকিস্তান।

দলের পক্ষে ফখর জামান ১১৪, আজহার আলী ৫৯, বাবর আজম ৪৬, মোহাম্মদ হাফিজ ৫৭ ও ইমাদ ওয়াসিম ২৫ রান করেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ১টি, হার্দিক পান্ডে ১টি, কেদার যাদব ১টি করে উইকেট নেন।

(ঢাকাটাইমস/১৮ জুন/এসইউএল)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে: তারেক রহমান
গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
নির্বাচিত সরকারই জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা