চাপের মধ্যে হার্দিকের অর্ধশত
দল যখন চরম চাপের মধ্যে তখন ব্যক্তিগত অর্ধশত পূরণ করলেন হার্দিক পান্ডিয়া। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় অর্ধশত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৩.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান। এখন ব্যাটিংয়ে আছেন হার্দিক পান্ডিয়া (৬০) ও রবীন্দ্র জাদেজা (৬)। পাকিস্তানের দেয়া ৩৩৯ রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে ভারত।
ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই রোহিত শর্মাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন মোহাম্মদ আমির। গত ম্যাচে সেঞ্চুরি করা রোহিত শর্মা আজ ফিরলেন ব্যক্তিগত শূন্য রান করে। এরপর ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে শাদব খানের হাতে ক্যাচ বানিয়ে ‘ভয়ঙ্কর’ বিরাট কোহলিকে ফিরিয়ে দিলেন আমির। গত ম্যাচে ৯৬ রান করে অপরাজিত থাকা কোহলি আজ ফেরেন মাত্র ৫ রান করে।
এরপর ইনিংসের নবম ওভারের শেষ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন মোহাম্মদ আমির। তারপর ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে যুবরাজ সিংকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাদব খান। ফেরার আগে ৩১ বল খেলে ২২ রান করেন তিনি।
এর পরের ওভারেই ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ বানিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ফেরান হাসান আলী। ১৬ বল খেলে চার রান করেন ধোনি। ইনিংসের ১৭তম ওভারে শাদব খানের বলে শরফরাজ আহমেদের হাতে ক্যাচ হন কেদার যাদব। ১৩ বল খেলে ৯ রান করেন তিনি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে পাকিস্তান।
দলের পক্ষে ফখর জামান ১১৪, আজহার আলী ৫৯, বাবর আজম ৪৬, মোহাম্মদ হাফিজ ৫৭ ও ইমাদ ওয়াসিম ২৫ রান করেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ১টি, হার্দিক পান্ডে ১টি, কেদার যাদব ১টি করে উইকেট নেন।
(ঢাকাটাইমস/১৮ জুন/এসইউএল)
মন্তব্য করুন