বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে যা বললেন জাঙ্গু

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২১
অ- অ+

২০২২ সালের পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে আরও একবার হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদেী হাসান মিরাজের দল। ম্যাচে এদিন আমির জাঙ্গু ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। অভিষেকেই এমন সাফল্যের রহস্য জানালেন জাঙ্গু।

দারুণ এক শতকে দলকে ম্যাচ জিতিয়ে জাঙ্গু বলেন, 'সত্যি বলতে, উইকেট খুব ভালো ছিল। সেজন্য ম্যাচের পরিস্থিতি কোন বিষয় ছিল না। প্রধান কোচ আমার কাছে এসেছিল এবং ইনিংস বিল্ড করার কথা বলেছিল। শুরুতে আমার শুধু স্ট্রাইক রোটেট করার প্রয়োজন ছিল। মাঝের ওভার গুলোতে ৫-৬ করে রান তোলার দরকার ছিল এবং সুযোগ পেলে বাউন্ডারি হাঁকানোর। সেটাই আমরা করেছি।'

এদিকে জাঙ্গুর মতো গতকাল দুর্দান্ত খেলেছেন কিসি কার্টি। তিনিও ছিলেন শতকের পথে, তবে ৫ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। সতির্থ কার্টির সেঞ্চুরি না পাওয়া নিয়েও আক্ষেপ করেছেন জাঙ্গু, তিনি বলেন, 'সত্যি বলতে আমি আজকে ব্যাটিংয়ের সময় খুবই আত্মবিশ্বাসী ছিলাম। উইকেট খুব ভালো ছিল, গ্রাউন্ডসম্যানদের কৃতিত্ব দিতে হবে। আমি ফিফটি করার পর খুবই আত্মবিশ্বাসী ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে কেসি(কার্টি) সেঞ্চুরি পায়নি, কিন্তু সে দারুণ খেলোয়াড় এবং আজকে আমাদের জিততে সাহায্য করেছে।'

নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করা নিয়ে জাঙ্গু বলেন, 'এটা অসাধারণ অনুভূতি, অভিষেকে সেঞ্চুরি করা যে কারো জন্য স্বপ্নের মতো। আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলে এমন কিছু করতে চেয়েছিলাম, এটা সত্যিই অসাধারণ।'

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ
সোনারগাঁয়ে যুবদল নেতা বহিষ্কার 
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে আরাফাতের পোস্ট
ঘাটাইলে লাল মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা