ঝিনাইদহে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার বেড়াদী গ্রামে বাওড়ে গোসল করতে গিয়ে বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম তুহিন হোসেন (১৬)। এ ঘটনায় মফিজুল ইসলাম (৩৫), রিপন হোসেন (৩২) ও রিপনের স্ত্রী রাশেদা খাতুন (২৫) গুরুতর আহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় হলিধানী ইউনিয়নের সাগান্না বাওড়ে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তুহিন ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
হলিধানী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ইফতারের আগে বাওড়ে গোসল করতে যায় তুহিন। সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তুহিনসহ অন্যরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।
আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন