মাশরাফির তিন ধাপ উন্নতি, তামিমের এক ধাপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ১৯:১০

গতকাল ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নেমেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের। এই ম্যাচে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সোমবার দল ও খেলোয়াড়দের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে ১৫তম অবস্থানে আছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিন ধাপ উন্নতি করেছেন তিনি। আর ব্যাটসম্যানদের মধ্যে টাইগার ওপেনার তামিম ইকবাল এক ধাপ উন্নতি করে ১৬তম অবস্থানে আছেন।

টুর্নামেন্টে চার ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে ২৯৩ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। তিনি হচ্ছেন টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। আর মাশরাফি বিন মর্তুজা চারটি ম্যাচ খেলে দুইটি উইকেট শিকার করেছেন। তার বোলিং ইকোনোমি রেট ৪.৭০।

(ঢাকাটাইমস/১৯ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :