ফরিদপুরে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া টাকাসহ আটক ৫

সাজ্জাদ বাবু, ফরিদপুর থেকে
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৭, ২১:০০

ফরিদপুরে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া বিপুল টাকাসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল। মঙ্গলবার এ তথ্য জানান র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন।

এ কর্মকর্তা জানান, ঢাকার সূত্রাপুর থানার বসবাসরত জনৈক মিসেস রুনালী খান নামের একজন বিউটিশিয়ান এর মোবাইল নম্বরে গত ১৩-০৬-২০১৭ইং তারিখে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাংলালিংক এর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ফোনের মাধ্যমে জানায় তিনি লটারিতে ১১ লাখ টাকা জিতেছেন। এ টাকা পাওয়ার জন্য তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিকাশ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন ফি বাবদ প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এর প্রেক্ষিতে ঢাকার সূত্রাপুর থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি র‌্যাব ফরিদপুর ক্যাম্পে অবহিত করা হয়।

পরে র‌্যাব-৮, সিপিসি-২ এর একটি দল ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই সংঘবদ্ধ প্রতারক চক্রকে আটক করতে অভিযানে নামে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ছয়টার দিকে রাজবাড়ী সদর থানাধীন রাজাপুর এবং কৈজুরী এলাকা হতে পাঁচ প্রতারককে আটক করা হয়।

আটকৃতরা হলেন- রাজাপুর গ্রামের মৃত মোয়াজ্জেম মোল্লার ছেলে মো. কাওছার মোল্লা (২৫), একই গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা, মো রুস্তম মোল্লার ছেলে মো রাজিব মোল্লা (২৩), মৃত খন্দকার আবুল হোসেনের ছেলে খন্দকার মইনুল ইসলাম ওরফে মাসুদ খন্দকার (৪০) এবং কৈজুরী গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে রবিউল ইসলাম (২৮)। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ভুয়া নিবন্ধনকৃত সিম এবং মোবাইলসহ বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া এক লাখ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :