ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের শোচনীয় হার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ২০:৩৬

নটিংহামের ট্রেন্টব্রিজে সাড়ে তিন দিনেই হেরে গেল স্বাগতিক ইংল্যান্ড। শোচনীয় ব্যাটিং ব্যর্থতায় ৩৪০ রানের বিরাট ব্যবধানে হারতে হলো ইংল্যান্ডকে।৪ ম্যাচ সিরিজে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা (১-১)।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৩৩৫। জবাবে মাত্র ২০৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৩৪৩ রান করলে স্বাগতিকদের সামনে টার্গেট দাঁড়ায় ৪৭৪ রান। কিন্তু প্রোটিয়াদের মারাত্মক বোলিংয়ের মুখে দুমড়েমুচড়ে পড়ে ইংলিশ ব্যাটিং। অলআউট হয় মাত্র ১৩৩ রানে। কুক করেন সর্বোচ্চ ৪২ রান।

সংক্ষিপ্ত স্কোর

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস: ৩৩৫ (৯৬.২ ওভার)

(ডেন এলগার ৬, কুন ৩৪, হাশিম আমলা ৭৮, কুইন্টন ডি কক ৬৮, ফাফ ডু প্লেসিসস ১৯, টেম্বা বাভুমা ২০, ভারনন ফিল্যান্ডার ৫৪, ক্রিস মরিস ৩৬, কেশভ মহারাজ ০, মরনি মরকেল ৮, ডুয়ান্নে অলিভার ০*; জেমস অ্যান্ডারসন ৫/৭২, স্টুয়ার্ট ব্রড ৩/৬৪, মার্ক উড ০/৬১, বেন স্টোকস ২/৭৭, লিয়াম ডসন ০/২৬, মঈন আলী ০/২১, কিটন জেনিংস ০/২)।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৫ (৫১.৫ ওভার)

(অ্যালেস্টার কুক ৩, কিটন জেনিংস ০, গ্যারি ব্যালান্স ২৭, জো রুট ৭৮, জনি বেয়ারস্টো ৪৫, বেন স্টোকস ০, মঈন আলী ১৮, লিয়াম ডসন ১৩, স্টুয়ার্ট ব্রড ০, মার্ক উড ৬, জেমস অ্যান্ডারসন ০*; মরনি মরকেল ২/৪৫, ভারনন ফিল্যান্ডার ২/৪৮, ক্রিস মরিস ৩/৩৮, ডুয়ান্নে অলিভার ০/৩৯, কেশভ মহারাজ ৩/২১)।

সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৩৪৩/৯ডি (১০৪ ওভার)

(হেইনো কুন ৮, ডেন এলগার ৮০, হাশিম আমলা ৮৭, কুইন্টন ডি কক ১, ফাফ ডু প্লেসিস ৬৩, টেম্বা বাভুমা ১৫, ভারনন ফিল্যান্ডার ৪২, ক্রিস মরিস ১৩, কেশভ মহারাজ ১, মরনি মরকেল ১৭*; জেমস অ্যান্ডারসন ২/৪৫, স্টুয়ার্ট ব্রড ০/৬০, মার্ক উড ০/৬৮, মঈন আলী ৪/৭৮, বেন স্টোকস ২/৩৪, লিয়াম ডসন ১/৪২)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৩৩/১০ (৪৪.২ ওভার)

(অ্যালেস্টার কুক ৪২, কিটন জেনিংস ৩, ব্যালান্স ৪, রুট ৮, বেয়ারস্টো ১৬, স্টোকস ১৮, মঈন আলী ২৭; ভারনন ফিল্যান্ডার ৩/২৪, ওলিভার ২/২৫, মরিস ২/৭, মহারাজ ৩/৪২)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৩৪০ রানে জয়ী

সিরিজ : ৪ ম্যাচের সিরিজ ১-১

(ঢাকাটাইমস/১৭জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :