গুগলের প্রিক্সেল ফোনে সর্বাধুনিক প্রসেসর

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১৪:৫২

শিগগিরই বাজারে আসছে গুগলের প্রিক্সেল ফোন। গুজব উঠেছে এই ফোনে থাকছে গুগলের সর্বাধুনিক প্রসেসর। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর থাকছে। এর আগে কোনো ফোনেই স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর ব্যবহার করা হয়নি।

ফুডজিলা নামে এক টেক ওয়েবসাইট সূত্রে খবর, বাজারে প্রথম এই প্রযুক্তি আনতে পারে গুগল। তাদের পিক্সেল ২ স্মার্টফোনে। স্ন্যাপড্রাগনের ৮৩৫-এর থেকে আরও বেশি দ্রুত পারফরম্যান্স পাওয়া যাবে এই সিস্টেম অন এ চিপ (এসওসি)-তে। কিন্তু এই এসওসি সম্পর্কে এখন পর্যন্ত কোয়ালকমের তরফে কিছু জানানো হয়নি।

বর্তমানে বাজারে স্ন্যাপড্রাগনের যে প্রযুক্তি আছে, সেই ৮৩৫-এর তুলনায় নতুন প্রযুক্তি অনেকটাই শক্তিশালী হবে। স্ন্যাপড্রাগন ৮৩৫ আগের ৮২০ বা ৮২১-এর তুলনায় ৩৫ শতাংশ ছোট এবং ২৫ শতাংশ কম ব্যাটারি খরচ করে। গিগাবিট ক্লাস স্পিডে অর্থাৎ ফোরকে হাই ডেফিনেশন রেজিলিউশনের মতো ভিডিও ডাউনলোড করা যেতে পারে এই প্রযুক্তিতে।

টেক বিশেষজ্ঞদের অনুমান, স্ন্যাপড্রাগন ৮৩৫-র সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিউ) ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিউ)-র বেশ কিছু ফিচার এক থাকলেও তার থেকে বেশি শক্তিশালী হবে কোয়ালকমের নতুন এই সংস্করণ।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :