ভারতের নতুন রাষ্ট্রপতির শপথ আজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১২:৩২ | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ১২:০৯

ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে আজ, মঙ্গলবার শপথ গ্রহণ করবেন রামনাথ কোবিন্দ৷ সংসদের সেন্ট্রাল হলে তাকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস কেহর৷ স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হয়ে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হবে দুপুর ১২টা বেজে ৫৫ মিনিটে।

‘কলোনিয়াল প্রোটোকলে’ ঘেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ এছাড়াও থাকবেন ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের তিন বাহিনীর প্রধান এবং সব কেন্দ্রীয় মন্ত্রী৷

কোবিন্দের আত্মীয়দের মধ্যে তার ভাই পেয়ারেলাল ছাড়াও এক ভাইপো ও ভাইঝি এবং জীবনসঙ্গী সবিতাও উপস্থিত থাকবেন৷

ভারতের মন্ত্রিসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমান বাসভবন ১০ আকবর রোড থেকে কোবিন্দ প্রথমে যাবেন রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে৷ সঙ্গে থাকবেন রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি৷ সেখান থেকে বিদায়ী রাষ্ট্রপতি প্রণবকে সঙ্গে নিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বেলা ১২টা তিন মিনিটে পৌঁছবেন সংসদ ভবনে৷ তাদের নিয়ে আসবেন রাষ্ট্রপতির নিজস্ব ঘোড়সওয়ার বডিগার্ডরা৷ সংসদে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারি৷ উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন৷ এরপর তারা যাবেন সংসদের সেন্ট্রাল হলে৷ সেখানে হবে শপথগ্রহণের মূল অনুষ্ঠান৷ সংবিধাংনের ৫৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত হবে এই শপথগ্রহণ পর্ব৷

এরপরেই আনুষ্ঠানিক ভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন কোবিন্দ এবং বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে চেয়ার বদল হবে। নতুন রাষ্ট্রপতির সম্মানে এরপর ২১টি গান স্যালুট দেওয়া হবে৷ তার পরে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে প্রথম সম্ভাষণ দেবেন কোবিন্দ৷ সংক্ষিপ্ত ভাষণের পরে বিদায়ী রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে তিনি যাবেন ১০ রাজাজি মার্গে অবস্থিত প্রণবের নতুন সরকারি বাসভবনে বিদায়ী রাষ্ট্রপতিকে পৌঁছে দিতে৷ পারস্পরিক সৌজন্য বিনিময় সেরে রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন কোবিন্দ৷ সেখানে তাঁকে গার্ড অফ অনার দেয়া হবে। এরপরে তার সঙ্গে সাক্ষাত্ করতে আসবেন দেশের তিন বাহিনীর প্রধানরা৷ প্রথামাফিক রাষ্ট্রপতিই তিন বাহিনীর সর্বময় কর্তা৷ এই সাক্ষাতের পরে আনুষ্ঠানিক ভাবে সর্বোচ্চ সাংবিধানিক পদে কাজ শুরু করবেন কোবিন্দ৷

শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি হিসেবে প্রথম সফরে তিনি লাদাখের সেনা শিবিরে যাবেন৷

(ঢাকাটাইমস/২৫জুলাই/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :