২৩ অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৮:৩৩

শিল্প-বাণিজ্য বাড়াতে আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হবে এবং ইতোমধ্যে ২৩টি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইকোনোমিক জোন অথরিটির ডেপুটি সেক্রেটারি মো. দাউদ মিয়া।

শনিবার সুপ্রিম কোর্টের আরবিটেশন সেন্টারে ‘ইনভায়রনমেন্ট এওয়ারনেস থ্রো মেডিয়েশন অ্যান্ড গর্ভমেন্ট ফাংশনারিজ’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান তিনি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

দাউদ মিয়া বলেন, ইতিমধ্যে ২৩ অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানা স্থাপনে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হবে।

তিনি জানান, চট্রগ্রামের মিরসরাইয়ে ৩০ হাজার একর জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে। যাতে পরিবেশ রক্ষায় সবুজায়ন ও জলাধারের ব্যবস্থা রাখা হয়েছে।

সবুজায়ন ঠিক রেখে শিল্প কারখানা স্থাপন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জাপান, ভিয়েতনাম, মিয়ানমারে যেমন নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে তেমনি পরিবেশের বিপর্যয় থেকে রক্ষা পেতে পাশেই সবুজায়ন, বনায়ন গড়ে তুলেছে। আমাদের দেশেও পরিকল্পনা নিয়ে শিল্প কারখানা গড়ে তুলতে হবে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সভাপতি বিচারপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, অ্যাডভোকেট আফসানা বেগম, তন্ময় রহমান শান্তা, ড. সাদিকুর রহমান, অ্যাডভোকেট আনিছুর রহমান খান প্রমুখ। সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী অনুষ্ঠানটি পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন 

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ 

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :