জিয়ার মরণোত্তর বিচার চাইলেন হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৯:২২
ফাইল ছবি

বঙ্গবন্ধুর হত্যাকারী, ষড়যন্ত্রকারী ও সহযোগী হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার বিকালে আওয়ামী লীগের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন। শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য যাদের বিচার হয়েছে শুধু তারা নয়, এর পেছন থেকে যারা ইন্ধন দিয়েছে এবং মূল চক্রান্তকারী জিয়াউর রহমানেরও বিচার করতে হবে। এ বিচার না হলে জাতির মধ্যে বিভক্তি দূর হবে না।’

ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা বিশ্বের কাছে দেন দরবার করছে, মুসলিম বিশ্বের শত্রু ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক করতে তারা কুণ্ঠা করেনি। তাই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ষোড়শ সংশোধন বাতিলে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের পর আপনারা অনেক কথা বলছেন। সুপ্রিম কোর্টের অন্য একটি রায়ে আপনাদের অবৈধ সংগঠন বলা হয়েছে। সেই বিষয়টিও আপনাদের মনে করা প্রয়োজন। কারণ সেই রায়ের আলোকে চাইলে নির্বাচন কমিশন বিএনপিকে নিষিদ্ধ করতে পারে।’

তাই এ বিষয়ে পানি ঘোলা না করে নিয়মতান্ত্রিক আন্দোলন করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উপ-প্রচার সম্পাদক মামুনুর রশীদ শুভ্র, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :