মোহাম্মদপুরে মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৬:০৫ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৭, ১৫:৫৬

রাজধানীর মোহাম্মদপুরে সিনিয়র-জুনিয়র কেন্দ্র করে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ছাত্রের নাম মোফাজ্জল হোসেন (১৬)।

আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোফাজ্জল হোসেন মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়েবিয়া কামিল আলিয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল।

মোফাজ্জলের নানা মনির হোসেন ঢাকাটাইমসকে বলেন, ওই মাদ্রাসায় নবম শ্রেণী ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে গতকাল রবিবার রাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন।

এরপর গভীর রাতে নবম শ্রেণীর ছাত্র সাইজ উদ্দিন, এমদাদ তুহিন ও হিমেল গিয়ে মোফাজ্জলকে মারধর করে। তারা লাঠি দিয়ে মোফাজ্জলের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাত দুইটার দিকে মোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মোফাজ্জলকে সকাল সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মোফাজ্জল হোসের চাঁদপুর জেলার মতলব থানার পূর্ব পুতিয়ারপাড় গ্রামের আবুল কাশেমের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি তদন্ত করছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :