শব্দদূষণ নিয়ন্ত্রণে ১০ হাজার হাইড্রলিক হর্ণ ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ১৭:৫৫

রাজধানীর শব্দদূষণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ গত এক বছরে প্রায় ১০ হাজার হাইড্রলিক হর্ণ জব্দ করেছে। আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার উপস্থিতিতে এসব হাইড্রলিক হর্ণ ধ্বংস করা হয়।

বুধবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, দেশে সাধারণ হর্ণের চেয়ে অনেক গুণ বেশি ক্ষমতাসম্পন্ন হাইড্রলিক হর্ণ ব্যবহার করা হচ্ছে অহরহ। বিশেষ করে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান জাতীয় গাড়িতে এর বহুল ব্যবহার হয়। দিনের তুলনায় রাতে এর ব্যবহার বেশি। অথচ রাতে গাড়ি চালানোর বেশ কিছু বাড়তি সুবিধা রয়েছে, যেমন-হেডলাইট ও ইন্ডিকেটর বেশি দৃশ্যমান হয়; রাস্তায় অযান্ত্রিক যান কম থাকে।

বিজ্ঞপ্তিতে হাইড্রলিক হর্ণ বাজানোর পেছনে চালকদের অজ্ঞতা, হর্ণ না বাজানোর চর্চার অভাব, মালিকের নিয়ন্ত্রণহীনতা, যত্রতত্র হর্ণ কেনাবেচা ও লাগানো, গাড়ি চালানোর অসম প্রতিযোগিতা, হর্ণ না বাজিয়ে গাড়ি চালানো মানসিকতা গড়ে না ওঠা, গাড়ির বিরুদ্ধে অভিযান কম হওয়া, শাস্তির পরিমাণ কম হওয়া, সতর্কতামূলক রোড সাইন কম থাকা, প্রশিক্ষণের ঘাটতি ইত্যাদি বিষয়গুলো কাজ করে বলে চিহ্নিত করা হয়।

ঢাকা শহরে রাতের বেলা চলাচলরত বাস, ট্রাক, কাভার্ড ভ্যানের মতো ভারী যানবাহনের হাইড্রলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে প্রায়ই সমাজের বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যায় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। সম্প্রতি হাইকোর্টের পক্ষ থেকেও এ বিষয়ে অভিযোগ আসছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উপায়ে পদক্ষেপ নেওয়ার পরও এখনো নিয়ন্ত্রণে আসেনি হাইড্রোলিক হর্ণ ব্যবহার।

তবে একটি শব্দদূষণমুক্ত নগরী প্রতিষ্ঠায় ঢাকা মহানগর পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ লক্ষ্যে নগরবাসী, চালক, মালিক, হর্ণ বিক্রেতা, প্রস্তুতকারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে ডিএমপি।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

এই বিভাগের সব খবর

শিরোনাম :