প্রধান বিচারপতির মুখপাত্রের ভূমিকায় ফখরুল: কাদের

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২৩:২৮ | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ২১:৫০
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে তিনি প্রধান বিচারপতির মুখপাত্রের ভ’মিকা পালন করছেন।

মঙ্গলবার বিকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ২১ আগস্টের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

ষোড়শ সংশোধনীর রায় ও পর্যবেক্ষণ নিয়ে তারা প্রধান বিচারপতিকে চাপ দিচ্ছেন না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় সম্পর্কে আমাদের অবস্থান তুলে ধরতে তার (প্রধান বিচারপতি) সঙ্গে আমরা আলোচনা করেছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রধানমন্ত্রী যুক্তি তুলে ধরেছেন। কোনো শক্তি প্রয়োগের কথা বলেননি। এ রায় নিয়ে আমরা আইনি লড়াই করে যাচ্ছি।’

আদালতের ইস্যু নিয়ে বিএনপি খোয়াব দেখছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপির কিছুই করার নেই। তারা জানে জনগণ তাদের ভোট দেবে না। তাই তারা আদালতের ইস্যু নিয়ে রঙিন খোয়াব দেখছে। এ খোয়াব অচিরেই ভেঙে যাবে।’

বিএনপি সবকিছুতে ব্যর্থ হয়ে একর পর এক ইস্যু খোঁজে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একবার এক একটা ধরে, যখন ব্যর্থ হয় আরেকটা ধরে। জনগণের সঙ্গে সেই ইস্যুর কোনো সম্পর্ক নেই।’

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

(ঢাকাটাইমস/২২আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :