মিরপুরের আউটফিল্ড ‘পুওর’: আইসিসি ম্যাচ রেফারি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১১

গত ২৭-৩০ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন জেফ ক্রো। তিনি মিরপুরের আউটফিল্ডের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

আইসিসি পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রসেসের তিন নম্বর ধারা অনুযায়ী আইসিসির কাছে প্রতিবেদন জমা দিয়েছেন জেফ ক্রো। আইসিসি জানিয়েছে, এই প্রতিবেদনে জেফ ক্রো মিরপুরের আউটফিল্ডকে ‘পুওর’ বলে উল্লেখ করেছেন।

আইসিসি এই প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (আইসিসি) কাছে পাঠিয়েছে। এর উত্তর দেয়ার জন্য বিসিবিকে ১৪ দিন সময় দেয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচে ২০ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচটি সাত উইকেটে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে, সিরিজটি শেষ হয় ১-১ সমতায়।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :