নেইমারের শূন্যতা ‘ভুলিয়ে দিলেন’ মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৭:১২ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৭, ১৬:২৮

ফর্মের তুঙ্গে লিওনেল মেসি। দিন কয়েক আগে দেশের জার্সিতে পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। তার কাঁধে চড়েই রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটে আর্জেন্টিনা।

এ হিসেব বাদেও দুর্বার মেসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে শুরুটা ঝকঝকে কাটছে কিং লিও’র। এখন পর্যন্ত লিগে সাত ম্যাচে ১১ গোল মেসির নামের পাশে। তার এমন তাক লাগানো পারফরম্যান্সে নেইমারকে ভুলে গেছে বার্সা।

গত আগস্টে রেকর্ড অর্থের বিনিময়ে বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যায় নেইমার। ব্রাজিলিয়ান তারকা চলে গেলে বার্সা বিপাকে পড়বে। এমন বচন ফুটবলবোদ্ধাদের মুখে মুখে গানের মতোই বেজেছিল।

কিন্তু সেই গান বেশি দিন শুনতে হয়নি কাতালানদের। বছরের শুরু থেকেই আলোকিত পারফর্ম দিয়ে বার্সার গলায় একের পর এক জয়মাল্য পরিয়ে দেন লিওনেল মেসি। তাতেই অফ হয়ে যায় ‘নেইমার সংগীত।’

দেশের মানুষের মন ভরিয়ে আবারও স্পেনে ফিরেছেন মেসি। আজ রাতে লিও’র সামনে তার মধুর প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১২.৪৫টায় লা লিগার লড়াইয়ে নাম বার্সা-অ্যাটলেটিকো। সরাসরি দেখাবে সনি টেন-টু।

মেসির মতো ছুটছে তার দল বার্সাও। অদ্যাবধি সাত ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভালভার্দের ছাত্ররা। ৬ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে অ্যাটলেটিকো। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

মেসি ২০১৬-১৭

লা লিগা

৭ ম্যাচে ১১ গোল ২ অ্যাসিস্ট

চ্যাম্পিয়নস লিগ

২ ম্যাচে ২ গোল ০ অ্যাসিস্ট

আন্তর্জাতিক

৩ ম্যাচে ৩ গোল ০ অ্যাসিস্ট

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :