২৪-২৬ অক্টোবর ইন্টারনেটের ধীরগতি থাকবে: তারানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১৭:১৬

প্রথম সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর ইন্টারনেটের ধীরগতি থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, দ্বিতীয় সাবমেরিক ক্যাবলে সংযুক্ত থাকায় বিকল্প পদ্ধতিতে ইন্টারনেট সেবা দেওয়া হবে।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য একদম বন্ধ করা হচ্ছে। এটা বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতাম। যেহেতু আমরা সি-মি-উই-৫ কনসোর্টিয়ামে যুক্ত হয়েছি, এজন্য আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হচ্ছি না। আমরা সংযুক্তই থাকছি, কিন্তু আমাদের গতি একটু স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘নেটের স্পিড কিছুটা স্লো হবে। এটা তিনদিন থাকবে, ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত।’

৬১০ কোটি টাকার অর্থ ছাড় না করায় টেলিটকের নেটওয়ার্কের কাজ উন্নয়ন করা যাচ্ছে না বলে সংবাদ ব্রিফিংয়ে অভিযোগ করেন তারানা। তিনি বলেন, দুইবার একনেকে পাস হয়েছে। কিন্তু অর্থমন্ত্রণালয় এই টাকা ছাড় না করায় টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নের কাজ করা যাচ্ছে না।

ঢাকাটাইমস/২২অক্টোবর/এমএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :