ঢাবিতে তিন দিনের আয়কর ক্যাম্প শুরু

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৬:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো আয়কর ক্যাম্প বসেছে। ঢাবি শিক্ষক সমিতির উদ্যোগে ও কর অঞ্চল-১১ আয়োজিত তিন দিনের ক্যাম্পটি বসেছে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে।

আজ মঙ্গলবার সকালে ক্যাম্প উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কর অঞ্চল-১১-এর কর কমিশনার হুমায়রা সাঈদা প্রমুখ। এ ছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আখতারুজ্জামান বলেন, বর্তমান সরকার নাগরিকদের জন্য একটি করবান্ধব পরিবেশ তৈরি করতে চায়। কর অঞ্চলের এই আয়োজনে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে করদাতাদের যোগাযোগ স্থাপন হয়।

উপাচার্য সঠিকভাবে কর দিতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও সরকারকে কর দেওয়ার মধ্যে একটি মহত্ত্ব আছে।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ যারা শিক্ষার্থী তারা একসময় করদাতা হবে, সবাইকে এ ব্যাপারে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে হবে। আয়কর ক্যাম্পের মাধ্যমে শিক্ষকসহ সবাই উপকৃত হবেন বলেও উপাচার্য আশা প্রকাশ করেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপাচার্য অতিথিদের সঙ্গে নিয়ে আয়কর ক্যাম্প পরিদর্শন করেন এবং তার নিজের আয়কর রিটার্ন দাখিল করেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন 

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ 

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :