বগুড়ায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে ইসলামী ব্যাংক

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ২০:৪৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার স্থানীয় কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুস সাদেক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনপ্রধান মো. মতিয়ার রহমান, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক মো. মাছুদুর রহমান মিলন, সরকারি আযীযুল হক কলেজ ইনচার্জ প্রফেসর মো. রেজাউন্নবী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

অনুষ্ঠানে বগুড়া জোন ও এর আওতাধীন সব শাখার নির্বাহী-কর্মকর্তা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ড. মো. জিল্লুর রহমান প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, শিক্ষার্জন সবার অধিকার। ইসলামী ব্যাংক এ অধিকারের ব্যাপারে সচেষ্ট। নিজেদেরকে যোগ্য স্থানে নিয়ে যেতে ইসলামী ব্যাংক শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানান তিনি।

আব্দুস সাদেক ভূইয়া সভাপতির ভাষণে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অবদান রাখার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

চামড়া শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণ করা হয়েছে: শিল্পমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে

ফের বাড়ল সোনার দাম, প্রতি ভরি এক লাখ ১৭ হাজার টাকা

সরকারের আর্থিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিতে অডিট কার্যক্রমকে ফলপ্রসূ করার তাগিদ

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

এই বিভাগের সব খবর

শিরোনাম :