চট্টগ্রাম ও রাজশাহীতে হচ্ছে দুটি চামড়া শিল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৯:২৩ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১২:১৭
ফাইল ছবি

চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্প গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর দ্বারা দেশের চামড়া শিল্পের ব্যাপক উন্নতি হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত 'লেদার প্রোডাক্ট শোর’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজশাহীতে নতুন দুটি চামড়া শিল্পে গড়ে তুলবো। শুধু ঢাকায় করলে হবে না, চামড়া শিল্পকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। এজন্যই আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী জানান, চামড়া শিল্পকে সরকার অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। এই শিল্পের উন্নতির জন্য নানা পদক্ষেপ ইতোমধ্যে নেয়া হয়েছে এবং সামনে আরও পদক্ষেপ নেয়ার পরিকল্পনা সরকারের আছে।

শেখ হাসিনা জানান, যারা পশু জবাই এবং চামড়া সংরক্ষণ কাজের সঙ্গে জড়িত তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। চামড়া শিল্পের উন্নতির জন্য আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হবে।

চামড়া শিল্পের উন্নতির জন্য যে সচেতনতা দরকার তা সংশ্লিষ্টদের মধ্যে এখনো গড়ে উঠেনি বলে মনে করেন প্রধানমন্ত্রী। এজন্য তিনি এ ব্যাপারে সচেতনা গড়ে তুলতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জানান, চামড়া শিল্পের উন্নতির জন্য যা যা করার দরকার সবই করবে তার সরকার। ২০২১ সালের মধ্যে চামড়া শিল্পে পাঁচ মিলিয়ন ডলার রপ্তানি বাণিজ্যের পরিকল্পনার কথাও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন 

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ 

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :