জার্মানি শীর্ষে, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান অপরিবর্তিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ০৯:০১ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ০৮:৪৫

ফিফার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অপরিবর্তিত আছে ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান। কেবল ব্রাজিল-আর্জেন্টিনাই নয়, র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো রকম পরিবর্তন আসেনি।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় ব্রাজিল, তৃতীয় পর্তুগাল, চতুর্থ আর্জেন্টিনা ও পঞ্চম স্থানে অবস্থান করছে বেলজিয়াম। এক নম্বর জায়গা ধরে রেখেছে জার্মানি।

উন্নতি হয়েছে স্পেনের। দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে ওঠে এসেছে স্পেন। অন্যদিকে সুইজারল্যান্ড তিন ধাপ এগিয়ে আট নম্বরে ওঠে এসেছে। ব্রাজিল ও জার্মানির সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটিতে ড্র করা সত্ত্বেও তিন ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমে গেছে ইংল্যান্ড।

পোল্যান্ড এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। ফ্রান্সের অবনতি হয়েছে র‌্যাঙ্কিংয়ে। ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা নেমে গেছে ৯ নম্বরে। চিলি এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে।

র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে গ্যারেথ বেলের ওয়েলসেরও। ওয়েলস পাঁচ ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছে। ডেনমার্ক সাত ধাপ এগিয়ে ১২ নম্বরে ওঠে এসেছে। নেদারল্যান্ড যথারীতি ২০ নম্বরেই রয়েছে। ক্রোয়েশিয়া ও সুইডেন সমান এক ধাপ এগিয়ে যথাক্রমে ১৭ ও ১৮ নম্বরে ওঠে এসেছে। বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ইতালি এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে ওঠে এসেছে। মেক্সিকো যথারীতি ১৬ নম্বরেই রয়েছে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :