‘লিবিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি যেতে বাধা নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৬:২৩ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৬:১৫

লিবিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের দেশটিতে যেতে কোন বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত লিবিয়া দূতাবাসের চার্জ দ্য আফেয়ার্স মাহমুদ এম এল সাল্লাবি।

সোমবার দুপুরে রাজধানীর বারিধারার লিবিয়া দূতাবাসে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে জানানো হয় লিবিয়ায় আফ্রিকান অভিবাসীদের দাস হিসেবে নিলামে বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে লিবিয়া সরকারের অবস্থান তুলে ধরার জন্য এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সিএনএন’র প্রতিবেদনের নিন্দা জানিয়ে সাল্লাবি জানান, ‘এমন কোন কাজ লিবিয়ায় হয় না। তবে এ ব্যাপারে আমরা তদন্ত করছি। লিবিয়া আদালতের মাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এ ব্যাপারে কেউ তদন্ত করতে চাইলে লিবিয়া সরকার তাকে সহায়তা করবে।

সাল্লাবি বলেন, আমরা দাস প্রথা ও মানব পাচারের নিন্দা জানাই। লিবিয়া সরকার এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

সংবাদ ব্রিফিংয়ে লিবিয়ায় বাংলাদেশিদের চাহিদার কথাও তুলে ধরেন লিবিয়া দূতাবাসের চার্জ দ্য আফেয়ার্স। তিনি জানান, লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা রয়েছে। দেশটির সরকারি অফিস, বিভিন্ন কোম্পানি ও হাসপাতালে বাংলাদেশি জনশক্তির চাহিদা রয়েছে। লিবিয়া সরকার বাংলাদেশিদের সে দেশে স্বাগত জানাচ্ছে। লিবিয়া সরকারের পক্ষ থেকে সে দেশে যেতে কোন বাধা নেই। বাংলাদেশ সরকার চাইলেই সেখানে জনশক্তি রপ্তানি করতে পারে।

এক প্রশ্নের জবাবে সাল্লাবি বলেন, যেসব বাংলাদেশি লিবিয়ায় আছেন তারা অনেক ভালো আছেন। আমরা জানা মতে কেউ কোনো সমস্যায় নেই।

উল্লেখ্য, অভ্যন্তরীণ সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে লিবিয়ায় শ্রমিক পাঠানো বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/জেআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :