লিটন-স্যামুয়েলসের ব্যাটে কুমিল্লা ১৭০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২১:৪০ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে, জিততে হলে সিলেট সিক্সার্সকে করতে হবে ১৭১ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে লিটন দাস ৬৫, মারলন স্যামুয়েলস ৫৫ ও শোয়েব মালিক ২৮ রান করেন। সিলেট সিক্সার্সের পক্ষে নাবিল সামাদ ১টি, নাসির হোসেন ১টি, কামরুল ইসলাম রাব্বী ১টি ও রস হোয়াইটলি ১টি করে উইকেট নেন।

প্লে-অফ ও প্রথম অবস্থান নিশ্চিত হয়ে যাওয়ায় আজকের ম্যাচে নির্ভার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচটিতে অধিনায়ক তামিম ইকবালকে বসিয়ে রাখা হয়েছে। অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে শোয়েব মালিককে। আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে তামিম-ইমরুলদের দল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায়। নাবিল সামাদের বলে বোল্ড হন জস বাটলার। দলীয় ৩৭ রানে নাসির হোসেনের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস।

ইনিংসের ১৫তম ওভারে রস হোয়াইটলির বলে বাবর আজমের হাতে ক্যাচ হন লিটন দাস। ৪৩ বল খেলে ৬৫ রান করেন তিনি। দলীয় ১৪৫ রানে কামরুল ইসলাম রাব্বীর বলে আন্দ্রে ফ্লেচারের হাতে ধরা পড়েন মারলন স্যামুয়েলস। ৪৩ বল খেলে ৫৫ রান করেন তিনি। ইনিংস শেষে ১৮ বল খেলে ২৮ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। এক রান করে অপরাজিত থাকেন হাসান আলী।

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস: ১৭০/৪ (২০ ওভার)

(লিটন দাস ৬৫, জস বাটলার ৩, ইমরুল কায়েস ৭, মারলন স্যামুয়েলস ৫৫, শোয়েব মালিক ২৮*, হাসান আলী ১*; নাবিল সামাদ ১/৩৩, সোহেল তানভীর ০/৩০, নাসির হোসেন ১/২০, মোহাম্মদ শরীফ ০/২৫, কামরুল ইসলাম রাব্বী ১/২৯, রস হোয়াইটলি ১/২৬)।

(ঢাকাটাইমস/৬ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :