ডিবি পরিচয়ে অপহরণ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৬:১৬

গাজীপুরের জয়দেবপুর থানার চৌরাস্তা এলাকা থেকে ভুয়া ডিবি পরিচয়ধারী সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার করলেও র‌্যাব এ খবর জানিয়েছে শুক্রবার।

গ্রেপ্তারকৃতরা হলেন আলাউদ্দিন আলী (৩৫), মো. নয়ন মোল্লা (২৮), মো. খোকন ঢালী (৩০), মো. আলতাফ হোসেন (৩৮) এবং মো. কাউছার মন্ডল (২৫)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, তিনটি ডিবি ব্যবহৃত জ্যাকেট, একটি ওয়ারলেস (ওয়াকিটকি) সেট এবং একটি গাড়ি উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পরিচয় দিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে অপহরণ, ছিনতাই এমনকি অপহৃত ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায় করে। ওই অপহরণকারী চক্রটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করা ব্যক্তি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী ও বড় দোকানের মালিক এসব ব্যক্তিকে টার্গেট করে তাদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সঙ্গে থাকা গাড়ি চেক করতে থামায়। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আছে অথবা গাড়িতে অবৈধ মালামাল রয়েছে ইত্যাদি বলে সংঘবদ্ধ এই চক্রটি দ্রুত তাদের গাড়িতে উঠিয়ে নেয়। পরে চক্রটি ভিকটিমদের গাড়ি, টাকা-পয়সা প্রভৃতি কেড়ে নিয়ে নির্জন স্থানে গাড়ি থেকে ফেলে দেয়। ক্ষেত্র বিশেষে ভিকটিমদের মারধরও করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চৌরাস্তা এলাকায় কোনো এক ব্যক্তির কাছ থেকে ব্যাংক থেকে উত্তোলন করা টাকা লুট করার জন্য ওই এলাকায় গাড়িতে অবস্থান করছিল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব এ ধরনের ভুয়া ডিবি পরিচয়ধারী অপহরণকারী দল গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

জঙ্গি সংগঠনে জনবল দিতেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, ডিবির হাতে ধরা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

১০৯ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

জাল সনদে চাকরি: মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :