এ জয়টা আমাদের দরকার ছিল: তামিম

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো, শ্রীলঙ্কা থেকে
| আপডেট : ১১ মার্চ ২০১৮, ০৮:৫০ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ০৮:৩৫

সময়টা বড্ড কঠিন যাচ্ছিলো। দক্ষিণ আফ্রিকা সফর থেকে সেই যে বিপর্যয় শুরু, সেটা চলতে থাকে দেশের মাটিতেও। যেন জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। তিন ফরম্যাট মিলে সাত ম্যাচে জয়হীন। আর ১৪ টি-টায়েন্টির মধ্যে জয় মাত্র একটিতে।

কলম্বোতে ক্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শোচনীয় হার। চারদিকে সমালোচনার ঝড়। বাংলাদেশ ক্রিকেট শেষ। অনেকেই বলতে শুরু করে দেন। তবে আত্মবিশ্বাস আর ধৈর্য হারায়নি দল। অবশেষে শনিবার রাতে হাসলো বাংলাদেশ। রেকর্ড গড়া জয়।

২১৫ রান তাড়া করে ৫ উইকেট এ জয়টাকে দলীয় প্রচেষ্টার ফল হিসেবে দেখছেন ওপেনার তামিম ইকবাল।গতকাল ম্যাচ মেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন,‘আমরা খুব করে চাচ্ছিলাম একটা জয়। সাপোর্ট স্টাফ বলেন, ম্যানেজমেন্ট, আমরা ক্রিকেটাররা, সবাই চাচ্ছিলাম ভালো করতে। চাচ্ছিলাম একটি ম্যাচ যেন জিতি। সবাই চেষ্টা করছিল, যে করেই হোক একটা ম্যাচ জিততে হবে। একটা বিশেষ কিছু, বাড়তি কিছু ছিল।’

টানা হারের ফলে দল ব্যাকফুটে চলে গিয়েছিল বলে স্বীকার করে নেন তামিম। যে কারণে এ জয়টা খুব করে দরকার ছিল বলে জানান। তামিম বলছিলেন,‘শেষ সিরিজের পর আমরা খুব হতাশ ছিলাম। কারণ আমরা মনে করি না যে আমরা এতটা খারাপ দল, যেভাবে পারফর্ম করছিলাম। এখানেও প্রথম ম্যাচটা ভালো করিনি। দলের জন্য খুব দরকার ছিল জয়টি। এই জয় আমাদের আত্মবিশ্বাসের জন্য খুব ভালো হবে।’

আবার এ জয়ে খুব বেশি উচ্ছ্বাসও প্রকাশ করছেন না তামিম। পা রাখছেন মাটিতেই। তামিম বললেন,‘ হ্যাঁ, আমরা ভালো একটা জয় পেয়েছি। কিন্তু তারমানে এই নয় যে আমরা এই হয়ে গেছে ওই হয়ে গেছি। এই করতে পারি তাই করতে পারি। আমি মনে করি এটা একটা ফরম্যাটে যেখানে আমরা এখনও শিখছি। অন্য দুই ফরম্যাটের চেয়ে টি-টোয়েন্টিতে আমরা কম অভ্যস্ত। তবে আমরা এখানেও ভালো করব। এ জয়টা আত্মবিশ্বাস জোগাবে।’

(ঢাকাটাইমস/১১মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :