খালেদার জামিনে প্রমাণ হলো আদালতে হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২০:০৯ | প্রকাশিত : ১২ মার্চ ২০১৮, ১৫:১৬

আদালত যে স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে, সেটি খালেদা জিয়ার জামিনের আদেশেই প্রমাণ হয়েছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার বিচারপতি ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বিএনপি চেয়ারপারসনকে চার মাসের জন্য জামিন দেন। এরপর সচিবালয়ে আইনমন্ত্রীর কাছে প্রতিক্রিয়া জানতে চান গণমাধ্যমকর্মীরা।

মন্ত্রী বলেন, ‘এ জামিনের মাধ্যমে প্রমাণ হলো সরকার আদালতের উপর হস্তক্ষেপ করে না।’ এই মামলায় এখন রাষ্ট্রপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘পরের কর্মপন্থা দুর্নীতি দমন কমিশন ঠিক করবে।’

খালেদা জিয়া কখন মুক্তি পাবেন-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘জামিনের অর্ডার জেলখানায় যাওয়ার পরই মুক্তি পাবেন তিনি।’

ঢাকাটাইমস/১২মার্চ/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :