গোয়াইনঘাটে বিনা-২৫ ধানের বাম্পার ফলন, খুশি কৃষকেরা

সিলেটের গোয়াইনঘাটে নতুন জাতের বিনা-২৫ ধান চাষে বাম্পার ফলন হয়েছে। এতে উৎসাহ বেড়েছে কৃষকদের মাঝে। বাম্পার ফলন দেখে অনেক কৃষক এই ধান চাষে আগ্রহ প্রকাশ করছে।
নতুন উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির বিনা ধান-২৫ উচ্চ ফলনশীল জাতের বোরো ধান। উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে এ বছর পরীক্ষামূলক চাষাবাদ করা হয়।
তোয়াকুল ইউনিয়নের ইউপি সদস্য বিলাল উদ্দিনসহ এলাকার পাঁচজন কৃষক বিনা ধান-২৫ এর চাষা করে লাভবান হচ্ছেন। বিলাল উদ্দিন ছাড়াও একই এলাকার কৃষক আজির উদ্দিন, হিরা ও বাবুল মিয়াও এই ধানের চাষ করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিনা ধান-২৫ বোরোর উন্নত উচ্চ ফলনশীল একটি নতুন জাত। নতুন উদ্ভাবিত এই ধানের জাতটি সর্বাধিক লম্বা ও সরু। এ জন্য এই চালের চাহিদা ক্রেতাদের কাছে বেশি। এর বাজারমূল্যও বেশ ভালো। উৎপাদন ব্যয় অন্য ধানের মতোই। তবে ফলন অন্য ধানের চেয়ে ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন।
ইউপি সদস্য কৃষক বিলাল উদ্দিন বলেন, ‘বিঘা প্রতি ২০ থেকে ২৫ মণ ধান উৎপাদন হওয়ার আশা করছি। এই প্রথম নতুন জাতের বিনা ধান-২৫ চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। ধান গাছের শিষ প্রতি ২০০-২৫০ধান ধরেছে। অন্যান্য জাতের তুলনায় বিনা ধান-২৫ জাতে শীষ প্রতি ধানের পরিমাণও বেশি। এ ধান চাষে আশানুরূপ ফলন হওয়ায় এলাকার অন্য কৃষকদেরও আগ্রহী করে তুলছে। উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে বাম্পার ফলন হয়েছে। কিছুদিনের মধ্যে ধান কাটা হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি জানান, ‘বীজ উৎপাদনশীল প্রদর্শনী আওতায় গত দুই বছর ধরে গ্রুপের মাধ্যমে নতুন জাতের ব্রি ধান-২৫ এর প্রদর্শনী দেওয়া হয়। এ বছরও উপজেলায় দশটি প্রদর্শনী রয়েছে। পুরাতন জাতের ধান চাষাবাদ বাদ দিয়ে নতুন জাতের ধান চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ। কৃষকরাও নতুন জাতের ধানের ফলন দেখে চাষাবাদে আগ্রহী হচ্ছে ।’
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/পিএস

মন্তব্য করুন