‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৪, ১৭:০৪

ফরিদপুরে দুই সহোদরকে হত্যা এবং ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড় দিয়ে বিজয়নগরে এসে সমাবেশে মিলিত হয়

সমাবেশে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মুসলিম দুই সহোদরকে পিটিয়ে যে হত্যা করা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে খুনীদের মধ্যে প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন কোনো অপশক্তির চাপে ফরিদপুরে মুসলিম সহোদর হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত বিচারে টালবাহানা বরদাশত করা হবে না প্রয়োজনে সারাদেশের প্রতিবাদী জনতা আবারো গর্জে উঠবে। এই ঘটনার পর ফরিদপুরের সর্বস্তরের জনতার প্রতিবাদ মিছিলে প্রশাসনের হামলা গ্রেপ্তারের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই

খেলাফত মজলিসের শীর্ষনেতা বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত প্রতিবাদী জনতাকে মুক্তি দিতে হবে, আহতদের সুচিকিৎসা দিতে হবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত সফল হতে দেয়া যাবে না উগ্র হিন্দুত্ববাদের ঠাঁই বাংলাদেশের মাটিতে হবে না

খেলাফত মজলিস আমির বলেন, ফিলিস্তিনের উপর দীর্ঘ ছয় মাস ধরে চলমান ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক অঙ্গনে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি।

আব্দুল বাছিত আজাদ বলেন, ঈদের দিন ইসরাইল থেকে সরাসরি বিমান বাংলাদেশে কেন এলো এবং আবার কী নিয়ে চলে গেল সরকারকে তার জবাবদিহী করতে হবে। ইসরাইলের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ স্থাপন বাংলাদেশের মানুষ বরদাশত করবে না।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যাগে বিক্ষোভ মিছিল সমাবেশে অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল

কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রচার তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ডা. আবদুর রাজ্জাক, সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, হাজী নুর হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন, উত্তর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া, এনামুল হক হাসান, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, শ্রমিক মজলিস সহ-সভাপতি আমীর আলী হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল কালাম, ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কেএম ইমরান হোসাইন, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাফেজ মুহাম্মদ সালমান প্রমুখ

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :