চুয়াডাঙ্গায় বজ্রসহ শিলাবৃষ্টি, শীতল বাতাসে জনমনে স্বস্তি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৪, ২০:২৩| আপডেট : ০৬ মে ২০২৪, ২০:২৭
অ- অ+

চুয়াডাঙ্গায় অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। সোমবার বিকাল ৪টা থেকে শিলাসহ বজ্রবৃষ্টি শুরু হয়। সেই সাথে দমকা হাওয়া বয়ে যায়। একটানা ২৫ দিন তাপপ্রবাহের পর বৃষ্টি ও শীতল বাতাস জনমনে স্বস্তি আনে।

সোমবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে এ জেলার আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকাল সাড়ে ৩টার দিকে মেঘের মৃদু গর্জন চলতে থাকে। বিকাল ৪টার দিকে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। সেই সঙ্গে বাড়তে থাকে মেঘের গর্জন। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ২৫ দিন ধরে এ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা এখনো অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন দেশের এবং এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। সোমবার দুপুর ১২টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ। তাপমাত্রা কিছুটা বেড়ে বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫২ শতাংশ। বিকাল সাড়ে ৩টার পর বজ্রসহ শিলাবৃষ্টি শুরু হয়। সেই সাথে দমকা হাওয়া বয়ে যায়। তাৎক্ষণিক বৃষ্টির পরিমাণ পরিমাপ করা হয়নি। সন্ধ্যা ৬টায় বৃষ্টির পরিমাণ জানা যাবে। আজ থেকে চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত এ জেলায় বৃষ্টিপাত শুরু হবে এ নিয়ে আগেই পূর্বাভাস দিয়ে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, এপ্রিল মাসের শুরু থেকেই ২-১ দিন বাদে এই জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ শুরু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পর আপাতত তাপপ্রবাহ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

(ঢাকা টাইমস/০৬মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা