ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ মে ২০২৪, ২১:১৬ | প্রকাশিত : ০৬ মে ২০২৪, ২০:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম দীর্ঘায়িত করার মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে বাঁচিয়ে দেওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

সেজন্য আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি জানাতে বিশ্ববিদ্যালয়কে আলটিমেটাম দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের শিক্ষার্থী রাফিজ খান।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ফেব্রয়ারিতে নাদির জুনাইদের বিরুদ্ধে বিভাগের এক শিক্ষার্থী ও রাজধানীর অন্য একটি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে মার্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।

কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয় উল্লেখ করে রাফিজ বলেন, ‘দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়া হলেও আজ দুই মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সাম্প্রতিক সময়ে দেশের অন্য দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অপরাধে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে পারেনি।’

তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার মাধ্যমে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে লিখিত বক্তব্যে বলা হয়, ‘বিশেষ কোনো মহল বিষয়টি ধামাচাপা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে অথবা বিষয়টি নিয়ে আলোচনা কমে গেলে লঘুদণ্ড দিয়ে অভিযুক্ত শিক্ষককে বাঁচিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’

তিনদিনের আলটিমেটাম দিয়ে লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী তিন কর্মদিবসের মধ্যে এই ঘটনায় অগ্রগতি আমাদেরকে জানাতে হবে। দৃশ্যমান কোনো ইতিবাচক অগ্রগতি পরিলক্ষিত না হলে নিপীড়িত শিক্ষার্থীর ন্যায়বিচার নিশ্চিতকরণে আমরা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।’

লিখিত বক্তব্যে বিচারপ্রার্থী নারী শিক্ষার্থীর মানসিক অবস্থার বিষয় প্রশাসনকে মনে রাখতে হবে উল্লেখ করে রাফিজ খান বলেন, ‘বিচার চলাকালীন সময়ে একজন বিচারপ্রার্থী নারী শিক্ষার্থীকে নানা ধরনের মানসিক অস্বস্তির মধ্য দিয়ে একেকটি দিন কাটাতে হয়। তাই শিক্ষার্থীদের মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত না করে প্রশাসনকে সংবেদনশীলতার পরিচয় দিতে হবে।’

নিপীড়নের সত্যতা পাওয়া গেলে অধ্যাপক নাদির জুনাইদকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ফৌজদারি ব্যবস্থা ও এর সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে বলে দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।

(ঢাকাটাইমস/০৬মে/এসকে/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঘূর্ণিঝড় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া বিজ্ঞপ্তি

আপিলেও বহাল ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স কোর্স বন্ধের নির্দেশ মন্ত্রণালয়ের

‘প্রত্যয়’ স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘না’

ক্যানসারে আক্রান্ত হয়ে জবি অধ্যাপকের মৃত্যু 

ঘূর্ণিঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি মন্ত্রণালয়ের যে নির্দেশনা

ইবিতে ছয় কোটি টাকার অনিয়ম: জড়িতদের শাস্তি নির্ধারণ করতে কমিটি গঠন

‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন

এ কিউ এম মহিউদ্দিন বৃত্তি পেলেন ঢাবির ভূগোলের ৮ শিক্ষার্থী

ঢাবিতে ক্যানসার সচেতনতায় সিম্পোজিয়াম, অক্সফোর্ড অধ্যাপকের প্রবন্ধ উপস্থাপন

এই বিভাগের সব খবর

শিরোনাম :