মেট্রোরেল চলাচল ফের শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ মে ২০২৪, ১২:৪৯ | প্রকাশিত : ২৭ মে ২০২৪, ১০:৩৫

সকাল থেকে বন্ধ থাকা মেট্রোরেল চলাচল ফের শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টা ৮ মিনিটের দিকে চলাচল শুরু হয়েছে।

বৈরী আবহাওয়ায় বিদ্যুতের সরবরাহজনিত কারণে সকালে বন্ধ ছিল মেট্রোরেল। উত্তরা থেকে মিরপুর-১১ নম্বরে পৌঁছার পর সকাল ৭টা ১৫ মিনিটে ঝড়-বৃষ্টির কারণে মেট্রোরেল বন্ধ হয়ে যায়। এরপর উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ১০টা ৮ মিনিটে মেট্রোরেল পুনরায় ছেড়েছে।

এর আগে উত্তরা-মতিঝিল মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) বিদ্যুতের তারে কখনো ঘুড়ি আটকে, আবার কখনো ফানুস আটকে গিয়েও পরিষেবা বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে মেট্রোর এ লাইনের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাটিতে গলদ দেখছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা। তারা বলছেন, ওভারহেড ক্যাটেনারি প্রযুক্তিটি শত বছরের পুরোনো। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের মেট্রো ব্যবস্থায় ব্যবহারের জন্য এ প্রযুক্তি আদর্শ নয়। থার্ড রেলের (ট্রেনে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, যেখানে রেললাইনের সমান্তরালে তৃতীয় একটি রেল পাত দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়) মতো প্রযুক্তি ব্যবহার করলে দুর্যোগ বা ঘুড়ি-ফানুস আটকে যাওয়ার মতো মানবসৃষ্ট কারণে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি এড়ানো যেত।

(ঢাকাটাইমস/২৭মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :