পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিধস, জীবিত সমাহিত দুই হাজারেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৪, ১৪:৫০| আপডেট : ২৭ মে ২০২৪, ১৫:০৮
অ- অ+

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনির এনগা প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে গত শুক্রবার ভয়াবহ ভূমিধসের পরে দুই হাজারেরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়ে জীবিত সমাহিত হয়েছেন বলে অনুমান করেছে কতৃপক্ষ।

সোমবার এবিসি নিউজ জানিয়েছে, জাতিসংঘের কাছে পাঠানো একটি চিঠিতে দেশটির দুর্যোগ সংস্থা বলেছে, ‘আনুমানিক দুই হাজারেরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে জীবিত সমাহিত হয়ে থাকতে পারে।’

পাপুয়া নিউ গিনির জাতিসংঘের অভিবাসন মিশনের কর্মকর্তা সেরহান আক্তোপ্রাকের মতে, শুধুমাত্র ইয়াম্বালি গ্রামেই ১৫০ টিরও বেশি বাড়ি সমাহিত হয়েছে।

জাতিসংঘের অফিসের মতে, ‘প্রায় ৬৭০ জন নিখোঁজ রয়েছে, তবে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকায় সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।’

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাপুয়া নিউ গিনির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের ৬টিরও বেশি গ্রাম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাওকালাম নামের একটি গ্রাম।

কাওকালাম গ্রামের বাসিন্দা নিঙ্গা রোলে জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় এই ভূমিধস ঘটেছে। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে বের হতে পারেননি।

দুর্যোগ অফিস বলেছে, ভূমিধসের ফলে প্রধান মহাসড়কটি ‘সম্পূর্ণভাবে অবরুদ্ধ’। ফলে পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়ে গেছে এবং উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পেঁছাতে বেগ পেতে হচ্ছে।

সূত্র: আনাদোলু, এএফপি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা