জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স কোর্স বন্ধের নির্দেশ মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২৪, ১৯:৪৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস অনার্স কোর্স বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে আগেই শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশ অমান্য করায় গত বৃহস্পতিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে নির্দেশ দেয় রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখার যুগ্ম-সচিব মো. পারভেজ হাসান

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি চিঠির পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালু করা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তিত দেয় গত বছরের ২১ জুলাই এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স- এই চার বিষয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির আবেদন আহ্বান করা হয় ওই বছরের ২৭ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির আবেদন নেওয়া হয় ১২ সেপ্টেম্বর অন-ক্যাম্পাস স্নাতক কোর্সের ভর্তির ফল প্রকাশ করা হয় ১৪ সেপ্টেম্বর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় ভর্তি

পরে মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়ে একই বছরের ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ইউজিসি বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর সুস্পষ্ট লঙ্ঘন বিধায় এই নির্দেশ দেয় ইউজিসি তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করেই শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চালিয়ে যাচ্ছিল নিয়ে ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাল্টাপাল্টি চিঠি চালাচালির হচ্ছিল এমন অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালু করা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

(ঢাকাটাইমস/২৬মে/টিএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :